ভোগের প্রচ্ছদ ও সৌদি রাজকুমারী

ফ্যাশন বিষয়ক মার্কিন সাময়িকী ‘ভোগ’ এর প্রচ্ছদে এক সৌদি প্রিন্সেসের ছবি দেশটিতে নারী অধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনার বিতর্ককে নতুন করে উস্কে দিচ্ছে। ভোগ এরাবিয়ার জুন সংখ্যায় এ ছবিটি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা গেছে, প্রিন্সেস হায়ফা বিনতে আব্দুল্লাহ আল সৌদ হাই হিল ও হাতে চামড়ার মোজা পরে লাল একটি গাড়ির স্টিয়ারিং হুইল ধরে বসে আছেন। ভোগ তাদের এই সংখ্যার নাম দিয়েছে […]