Advertisements

ভাইয়ের বয়স আর কত হবে ? মেরেকেটে পাঁচ ৷ বোনের বয়স আরও কম ৷ কিন্তু তাতে কী ৷ ছোট্ট দাদাই বোনকে ফ্রায়েড রাইস বানিয়ে খাওয়াল ৷ এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা ভাইরাল ৷

 

বোনের প্রতি দাদার ভালবাসা দেখে স্বভাবতই খুশি নেটিজেনরা ৷ ভিডিওতে দেখা যাচ্ছে উনুনের পাশে বসে বোন ৷ বছর পাঁচেকের দাদা রান্না করছে মন দিয়ে ৷ ডিম ভাজার পাশাপাশি কাটা সবজিও কড়াইতে ফেলছে সে ৷ এরপর যাই রান্না হল, সেটা পরম স্নেহে খাওয়াল বোনকে ৷ ভিডিওটা ইন্দোনেশিয়ার কোনও একটি জায়গার ৷ দাদার হাতে বোনের ‘নাসি গোরেং’ ( ইন্দোনেশিয়ার ফ্রায়েড রাইস) খাওয়া দেখে মন ভরে গেল নেটিজেনদের ৷

By Abraham

Translate »