Advertisements

স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি এবার টেলিভিশনের বড় পর্দায় ভিডিও কলের সুযোগ দিতে ‘পোর্টাল টিভি’ আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। আকারে ছোট ভিডিও চ্যাটিং ডিভাইসটি টেলিভিশনের সামনে রাখলেই বড় স্ক্রিনে ভিডিও কলের সুযোগ মিলবে। নভেম্বরে বাজারে আসবে, দাম পড়বে ১৪৯ ডলার।

‘পোর্টাল টিভি’ ছাড়াও ‘পোর্টাল’ ও ‘পোর্টাল মিনি’ নামের আরও দুটি ভিডিও চ্যাটিং ডিভাইস আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। ট্যাবলেট কম্পিউটারের আদলে তৈরি ১০ ও ৮ ইঞ্চি স্ক্রিনের ডিভাইসগুলো পাওয়া যাবে অক্টোবরে। দাম পড়বে ১২৯ ও ১৭৯ ডলার।

সূত্র : ইন্টারনেট

By Abraham

Translate »