Advertisements

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর রাত্রিকালীন এক দুঃসাহসী অভিযানে ইসলামিক স্টেটস-এর প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছে। খবর এএফপি’র।
রোববার হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া এক ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর অভিযানে বহু সংখ্যক ইসলামিক স্টেটস জঙ্গি নিহত হয়েছে। বাগদাদি একটি সুড়ঙ্গের ভিতরে আত্মঘাতী ভেস্ট পরা ছিল। মার্কিন বাহিনীর ধাওয়া খেয়ে সে সেটার বিস্ফোরণ ঘটায়। এতে তার মৃত্যু হয়।
ট্রাম্প বলেন, হত্যার আগে সে দৌড়ে টানেলের ভেতরে প্রবেশ করে। দৌড়ে ভেতরে ঢোকার সময় সে চিৎকার করছিল আর কাঁদছিল। তিনি বলেন, বিস্ফোরণে বাগদাদির সঙ্গে থাকা তার তিন শিশু সন্তানেরও মৃত্যু হয়।
ট্রাম্প বলেন, রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরাকের সহযোগিতায় একটি গোপন সামরিক ঘাঁটি থেকে এই সফল অভিযান পরিচালনা করা হয়।
বাগদাদির আইএস নিয়ন্ত্রিত ইরাকের সোয়াথ এবং সিরিয়াকে নিয়ে খেলাফত রাষ্ট্র ঘোষণা করে।
তারা জনগণের ওপর নিপীড়ন চালাতো এবং ইউরোপ জুড়ে হামলার পরিকল্পনা করছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিপুলসংখ্যক বিদেশিকে আকৃষ্ট করেছিল।
কয়েক বছরের যুদ্ধের পর এ বছরের মার্চে আইএস সিরিয়ার ভূখন্ডের এক অংশ দখল করে নেয় এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।

By Abraham

Translate »