Advertisements

লন্ডন থেকে আসা সিদ্ধান্ত মেনে নিতে পারছে না বলে আগামী দিনে বিএনপিতে দলত্যাগীদের সংখ্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, তারা আওয়ামী লীগে যোগদান করতে চাইলেও সবাইকে নেয়া সম্ভব নয়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি থেকে যেভাবে তাদের নেতৃবৃন্দ দল ত্যাগ করে চলে যাচ্ছে। এই চলে যাওয়া লিস্টে আরও বহুজন রয়েছে। সেগুলো ভবিষ্যতের বিএনপি দেখতে পাবে। বিএনপির অনেক নেতাই যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখছে না তা কিন্তু নয়।

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কিন্তু যাকে তাকে দলে নেওয়ার জন্য বসে রয়নি। আওয়ামী লীগে যোগদান করতে চাইলে সবাইকে দলে নেওয়া সম্ভব না।

By Abraham

Translate »