Advertisements

ইরাকের সামরিক বাহিনী দেশে অভ্যুত্থান প্রচেষ্টার কথা অস্বীকার করেছে। ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড আজ (সোমবার) বলেছে, কাউন্টার টেরোরিজম সার্ভিস বা সিটিএস’র অফিশিয়াল পেইজ হ্যাক করে এই অপপ্রচার চালানো হয়েছে।

তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, গতকাল সিটিএস’র ফেইসবুক ও টুইটার পেইজ হ্যাক করে সামরিক অভ্যুত্থানের গুজব ছড়ানো হয়। সেখানে বলা হয়- ইরাকে সমারিক অভ্যুত্থান প্রচেষ্টা চলছে।

জয়েন্ট অপারেশন্স কমান্ড বলেছে, “আমরা বলতে চাই যে, কিছু দুষ্কৃতকারী সিটিএস’র ফেইসবুক ও টুইটারের অফিশিয়াল পেইজ হ্যাক করে সামরিক অভ্যুত্থানের কথা প্রচার করেছে যা একেবারেই ভিত্তিহীন এবং অবিশ্বাস্য।”

সিটিএস’র প্রধান তালিব শাকাতি আল-কানানি নিজেও অভ্যুত্থান প্রচেষ্টার কথা অস্বীকার করেন। তিনি বলেন, সিটিএস সবসময় দেশ, জনগণ, গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং থাকবে।

গত মাস থেকে এ পর্যন্ত ইরাকের সামাজিক যোগাযোগের সরকারি পেইজগুলো কয়েকবার হ্যাকিংয়ের কবলে পড়েছে।

By Abraham

Translate »