Advertisements

রাশিয়ার উত্তরাঞ্চলে সেতু দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে ছিটকে পড়ে ১৯ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। স্থানীয় সময় রবিবার দেশটির কুয়েঙ্গা নদীর ওপর এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাসটি স্টেরটেনস্ক শহর থেকে শিটা শহরের অভিমুখে যাচ্ছিল। পরে যাবাইকালস্কি অঞ্চলের কুয়েনঙ্গা নদীর ওপরের একটি ব্রীজ অতিক্রম করে যাওয়ার সময় বাসটির একটি টায়ার ফেটে যায়। এমন সময় বাসটি বরফাচ্ছন্ন নদীতে ছিটকে পড়ে।

স্থানীয় জরুরি সেবা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাসটিতে ৪৩ জন যাত্রী ও চালক ছিল। যাবাইকালস্কি অঞ্চলের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানায়, এ দুর্ঘটনায় ১৯ ব্যক্তি নিহত এবং ২১ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকসহ দুটি হেলিকপ্টার ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।

সূত্র : মস্কো টাইমস।

By Abraham

Translate »