Advertisements

নেপালে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস থেকে আজ সোনালি সুখবর আসছেই। বাংলাদেশকে দিনের তৃতীয় সোনা এনে দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের ফেন্সিংয়ে একক সাবরে ইভেন্টে সোনা জিতেছেন ফাতেমা। এবার এসএ গেমসে প্রথমবারের মতো ফেন্সিং অন্তর্ভুক্ত করেছে আয়োজকেরা। প্রথমবারই সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন ফাতেমা। ২০০৭ সালে ফেন্সিং অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

এর আগে দিনের শুরুটা হয়েছিল ভারোত্তোলোনে মাবিয়া আক্তারের সোনা জয়ের মধ্যে দিয়ে। দ্বিতীয় সোনাটিও এসেছিল ভারোত্তোলোন থেকে। পদকটি জিতেছিলেন জিয়ারুল ইসলাম। এ নিয়ে এবারের গেমসে মোট সাতটি সোনা জিতেছে বাংলাদেশ।

By Abraham

Translate »