Advertisements

চিলির দক্ষিণাঞ্চল থেকে এন্টার্কটিকায় একটি বিমান ঘাঁটির উদ্দেশে উড্ডয়নের পরে সোমবার ৩৮ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। চিলির বিমান বাহিনী এ কথা জানায়।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়,এ সি-১৩০ হারকিউলিস বিমানটি ১৬:৫৫ টায় (গ্রীনিচ মান সময় ১৯:৫৫) প্রেসিডেন্ট এডওয়ার্ড ফেরই এন্টার্কটিক ঘাঁটির উদ্দেশে পুন্তা এরেনাস নগরী থেকে উড্ডয়ন করে।

By Abraham

Translate »