Advertisements

সৌদি আরবের রিয়াদের মালাজ কারাগারে অগ্নিকাণ্ডে তিনজন বন্দী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১জন।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্তে কাজ চলছে। আগুন লাগার পরে কারা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে।
এসপিএ’র বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিভিল ডিফেন্সের সহায়তায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে নিহত এবং আহতদের পরিচয় পরিচয় প্রকাশ করেনি এসপিএ।

By Abraham

Translate »