Advertisements

জনগণের ভোটাধিকারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সামনে আগামী ২৯ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। দলের অন্যতম নেতা আ স ম আব্দুর রব জানান, কর্মসূচিতে বাধা দিলে লাগাতার আন্দোলন করবে ঐক্যফন্ট।

রব বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর যে ভোট ডাকাতি হয়েছে তার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রেসক্লাবের সামনে বেলা দুইটার সময় বিক্ষোভ সমাবেশ করবো। এরপরে যদি হামলা করে তাহলে এটা অব্যাহত থাকবে, চলতে থাকবে।

ড. কামাল হোসেন বলেন, ভোটাধিকারকে আমরা যেনো ভোগ করতে পারি এবং জনগণ ক্ষমতার মালিক সেটা বাস্তবায়নে যেনো ভূমিকা রাখতে পারি।

By Abraham

Translate »