Advertisements

নাইজেরিয়ায় উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস অপহৃত ১১ খ্রিস্টানকে গলা কেটে হত্যা করেছে।

আফ্রিকার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশ থেকে গত কয়েক সপ্তাহে এসব ব্যক্তিকে অপহরণ করেছিল আইএস। খবর বিবিসি, আলজাজিরা ও টেলিগ্রাম নিউজের।

আইএসের মুখপত্র আমাকে প্রচারিত এক মিনিটের এক ভিডিওতে দেখা যায়, চোখ বাঁধা অবস্থায় একজনকে গুলি করে হত্যার পর আরও ১০ জনকে গলা কেটে হত্যা করছে আইএস সদস্যরা।

এ সময় তাদেরকে বলতে শোনা গেছে, আইএস নেতা বাগদাদিকে হত্যার ঘটনায় জড়িত ছিল আপহৃত ওই ১১ জন। এ কারণে তাদের এভাবে খুন করে বাগদাদিকে হত্যার বদলা নেয়া হয়েছে।

বড়দিনের পরের দিন ২৬ ডিসেম্বার ওই নৃশংসতা চালায় আইএস।

ইরাক ও সিরিয়ায় পরাজিত হওয়ার পর উগ্রবাদী ওই জঙ্গিগোষ্ঠী পশ্চিম আফ্রিকার দেশগুলোতে তৎপরতা জারদার করে।

বর্তমানে নাইজেরিয়া ও চাদের আশপাশে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে আইএস। নাইজেরিয়ার প্রধান জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ২০০৯ সালে নৃশংস হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছিল।

পরবর্তীতে মধ্যপ্রাচ্যে আইএসের উত্থানে তারা ওই জঙ্গিগোষ্ঠীর প্রতি একাত্মতা ঘোষণা করে।

By Abraham

Translate »