Advertisements

অফুরান হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো একটি বছর। অনেক উত্থান-পতন পেরিয়ে অতীতের খাতায় চিরতরে জম‍া হলো ২০১৯ সাল।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্য অস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বুধবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই বদলে গেলো ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডার। আমাদের দোরগোড়ায় এরই মাঝে এসে দাঁড়িয়েছে ইংরেজি নতুন বছর! স্বাগতম ২০২০!

নতুন এ বছর অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠ‍ুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২০ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।

By Abraham

Translate »