Advertisements

ইংরেজি নববর্ষ উৎসবে ভক্তের কাছ থেকে মুক্ত হতে চড় মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর ক্ষমা চাইলেন পোপ। তিনি বলেন, আমরা অনেক সময় ধৈর্য্য হারিয়ে ফেলি। আমার ক্ষেত্রেও এটি ঘটেছে। গতকালে খারাপ উদাহরণের জন্য আমি ক্ষমা চাইছি।

ভিডিওতে দেখা গেছে, সেন্ট পিটার্স স্কয়ারে শিশুদের অভিনন্দন জানাচ্ছিলেন পোপ। এসময় এক নারী ভক্ত নিজেকে পোপের সামনে নিয়ে আসেন এবং চিৎকার করে কিছু বলেন। ওই নারী পোপের হাত ধরে ঝাঁকি দিয়ে প্রায় তাকে ফেলে দিচ্ছিলেন। তখন পোপ ওই নারীর কাছ থেকে নিজেকে মুক্ত করতে দুইবার চড় মারেন। পরে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করে ওই নারীকে সরিয়ে নেয়।

এই ঘটনার পরও পোপ নিজের হাঁটা অব্যাহত রেখেছিলেন। তবে দর্শনার্থীদের কাছ থেকে নিজেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। তবে শিশুদের কাছে আসার পর পুনরায় আগের স্বাভাবিকতা ফিরে পান।

By Abraham

Translate »