Advertisements

বিয়ে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি। তার হবু বর মাইকেল বেলস লেবাননের এক ধনকুবেরের ছেলে।

মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, লেবাননি ওই যুবকের সঙ্গে বছর খানেক ধরে চুটিয়ে প্রেম করছেন ট্রাম্পকন্যা টিফানি। এবার চলছে বিয়ের প্রস্তুতি। ইতিমধ্যে তাদের বাগদানের আমন্ত্রণপত্র ছাপা হয়ে গেছে। লেবাননের এক স্থানীয় পত্রিকায় ওই আমন্ত্রণপত্রের ছবিও প্রকাশিত হয়েছে। এরপরপরই ওই কার্ডের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখে ফ্লোরিডায় পাম বিচ আইল্যান্ডের গ্রান্ড বলরুমে হতে চলেছে ট্রাম্প কন্যার বাগদান।

ট্রাম্পের ছোট মেয়ে টিফানির সঙ্গে মাইকেলে দেখা গত বছর গ্রিসে, এক পার্টিতে। ওই পার্টির আয়োজক ছিলেন হলিউড হার্টথ্রব লিন্ডসে লোহান। প্রথম দেখাতেই মাইকেলের প্রেমে পড়ে যান ২৬ বছরের তরুণী টিফানি।

ট্রাম্পের হবু জামাই মাইকেলের বাবা লেবাননের বিরাট ধনী। বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান মাসাদ বেলস এন্ড বেলস সাম্রাজ্যের মালিক। যদিও মাইকেলের বেড়ে উঠেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়ায়।

জানা যায়, সম্প্রতি হোয়াইট হাউসের ক্রিস্টমাস পার্টিতে বাবা-মাসহ উপস্থিত ছিলেন মাইকেল। এরপর মঙ্গলবার নতুন বছরের উদযাপন উপলক্ষে ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশকেন্দ্র মার-এ-লাগোতে একান্তে সময় কাটান এই প্রেমিক জুটি।

তবে বুধবার ইনস্টাগ্রামে ছাপা হওয়া বাগদান কার্ড এবং ট্রাম্পের মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার খবর সবকিছুই অস্বীকার করেছেন বেলস। তার ভাষায় পুরোটাই নাকি গুজব।

By Abraham

Translate »