Advertisements

জানুয়ারিতেই বিয়ের গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অভিনেতা, সাংসদ দেব ও রুক্মিণী মৈত্র। এমন কথায় শোনা যাচ্ছে চারিদিকে। তবে এবার মনে হয় সেটা সত্যি হতে চলেছে।

এর আগে দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছিল, জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাদের। যদিও বিভিন্ন সময়ে দেব বলেছিলেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন।

তবে ১৩ জানুয়ারি মধ্যরাতে দেব নিজের ইন্সট্রগ্রামে ‘শুভ বিবাহ’ লেখা একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করে সেই বিষয়ে আগ্রহ যেন বাড়িয়ে তুলেছেন নেটিজেনদের। পোস্ট করে তিনি সেখানে লিখেন, ‘কেউ খবরটা দেওয়ার আগেই। আশা করব আপনাদের সবার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।’

গুঞ্জন উঠে, তবে কি দীর্ঘ দিনের প্রেমিকা রুক্মিণীকে বিয়ে করছেন দেব? যদিও কলকাতার গণমাধ্যমের দাবি, এটা দেবের পাবলিসিটি স্টান্ট। তার প্রযোজনার নতুন একটি সিনেমায় এক বৃদ্ধ-বৃদ্ধার বিয়ে দেখানো হবে এটা সেই বিয়ের কার্ড।

দেব ও রুক্মিণীর প্রেম কারো অজানা নয়। এ নিয়ে আগেই খোলামেলা কথা বলেছেন দেব- রুক্মিণী। বিয়ে নিয়ে বিভিন্ন সময় একটু রাখডাক রেখেই কথা বলেছেন, মজার ছলে।

By Abraham

Translate »