Advertisements

৪৬ বছর বয়সেও দারুণভাবে নিজেকে মেলে ধরছেন বলিউড অভিনেত্রী ও আইটেম কন্যা মালাইকা অরোরা। নিয়মিত সাহসী ছবি পোস্ট করে আলোচনায় তিনি। ৩৪ বছরের অর্জুন কাপুরের সঙ্গে তার প্রেম কাহিনি সবার জানা।

সালমান খানের সাবেক ভাবীকে নিয়ে নিয়মিতই ট্রোল হচ্ছে। কিন্তু কিছুতেই থামছেন না মালাইকা। এবার একটি নতুন ফটোশুটের জন্য সমালোচনার মুখে পড়তে হলো তাকে। নিজের ইনস্টাগ্রাম সেই ছবি প্রকাশ্যে আনার পরপরই জোর আক্রমণের মুখে ছাইয়া ছাইয়া গার্ল। ছবিতে দেখা যায়, সাদা রঙের পোশাকের সঙ্গে একেবারে অন্যরকম সাজে। ছবি দেখা মাত্রই কটূ আক্রমণের শিকার হতে থাকেন মালাইকা। কেউ মন্তব্য করেন, মালাইকা যতই নিজেকে কম বয়সী প্রমাণের চেষ্টা করুন না কেন, তার বয়স হয়েছে, এটা প্রকাশ্যে চলেই এসেছে। কেউ আবার মন্তব্য করেন, অর্জুনের সঙ্গে কোনোভাবেই মানানসই নন তিনি।

By Abraham

Translate »