Advertisements

বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের ভোটকেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ায় সময় তিনি এ নির্দেশ দেন।

মির্জা ফখরুল বলেন, ‘ডোন্ট লিভ দ্য সেন্টার। সবাই যার-যার কেন্দ্রে ফিরে যান।’ এ সময় তিনি সবাইকে শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দেন।

এর আগে সোয়া ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ সময় তার সঙ্গে ছিলেন। কার্যালয়ে আসার পরই ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ফখরুলের কাছে নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন।

দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি কার্যালয়ে এসে নিজ নির্বাচনী এলাকার একটি কেন্দ্রে বোমা হামলা, ইভিএমে ভোট দেওয়া নিয়ে সমস্যাসহ নানা অনিয়মের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হন ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী এজেন্ট আবদুস সালাম। পৌনে ১টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কার্যালয় ত্যাগ করেন।

এদিকে, ভোটের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন কখন করা হবে, এ নিয়ে দুপুর ১টা পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি।

By Abraham

Translate »