Advertisements

বর্তমান সময়ের অন্যতম আলোচিত জুটি সৃজিত-মিথিলা। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন তারা। সম্প্রতি একটি ভিডিওর কারণে ফের আলোচনায় এসেছেন।

ফেসবুকের বিভিন্ন পেইজ ও গ্রুপে ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যায় সৃজিত বলছেন, ‘ও (মিথিলা) আমাকে তিনটা নামে ডাকে। একটা হলো সৃজিত, একটা বো, একটা হলো আব্বু।’

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় প্রেমের সম্পর্কে থাকার পর গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের আসর বসেছিল কলকাতায় সৃজিতদের বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা এবং কাছের কয়েকজন আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব।

বিয়ের পর দিনই নব দম্পতি হানিমুন করতে উড়ে যান সুইজারল্যান্ডে। এটি মিথিলার দ্বিতীয় বিয়ে। তার প্রথম ও সাবেক স্বামী বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসান রহমান।

 

সৃজিতকে আব্বু ডাকে মিথিলা!

সৃজিতকে আব্বু ডাকে মিথিলা!

Posted by Nazmul Hossain on Tuesday, February 11, 2020

By Abraham

Translate »