Advertisements

অপরিকল্পিত গর্ভধারণ ঠেকাতে বা আপদকালীন গর্ভনিরোধক হিসেবে ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিলস বা ওষুধের ব্যবহার হয়৷ তবে এই পিল কতটা নিরাপদ বা স্বাস্থ্যের অন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা তা নিয়ে অনেকের মনেই প্রচুর প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস ব্যবহারে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন: 

•    বাজারে অনেক কোম্পানির ইমারজেন্সি কনট্রাসেপটিভ পিলস রয়েছে। তবে কোনটি আপনার জন্য উপযুক্ত তা জানতে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে

•    গর্ভনিরোধক ওষুধ শুধুমাত্র ওভিলিউশন প্রক্রিয়াকে হতে বাধা দেয়৷ অসংরক্ষিত মিলনের পর যত দ্রুত সম্ভব ওষুধ খেতে হবে

•    কিন্তু চার-পাঁচদিন দেরি হলে প্রেগনেন্সি একবার এসে গেলে এই ওষুধ আর কাজ করতে পারে না৷

•    মাইগ্রেন, জন্ডিস বা হার্টের সমস্যা থাকলে এই পিল খাওয়া ঠিক নয়

•    এই পিল খেলে অনেকের বমি পায়, মাথা ঘোরে বা মাসিকের সময় এগিয়ে বা পিছিয়ে যেতে পারে

•    এটি খেলে ভবিষ্যতে গর্ভধারণের ক্ষমতা কমে যায়, এরকম কোনো পরীক্ষিত সত্য এখনও পাওয়া যায়নি।

তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই পিল নিয়মিত খেলে পরবর্তীতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে।

By Abraham

Translate »