Advertisements

ওয়ান প্লাস-এর পরবর্তী ফ্ল্যাগশিপ ওয়ান প্লাস-৮ লঞ্চ হবে শিগগিরই কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল ওয়ান প্লাস ৮-এর বিভিন্ন ফিচার ও দাম। সম্প্রতি Geekbenck ওয়েবসাইটে GALILEI IN2025 ছদ্মনামে ফাঁস হয়ে গেল ওয়ান প্লাস ৮-এর বিভিন্ন ফিচার ও দাম। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও ওয়ান প্লাস ৮- লঞ্চের দিনক্ষণ সম্পর্কে মুখ খোলেনি ওয়ান প্লাস। তবে Amazon.in এ ওয়ান প্লাস ৮ ও ওয়ান প্লাস ৮ প্রো নামের দুটি ফোন দেখা গিয়েছিল।

GALILEI IN2025 ছদ্মনামে Geekbench ওয়েবসাইটে থেকে ওয়ান প্লাস ৮-এর যে সমস্ত ফিচার আর দাম সামনে এসেছে সেগুলো হলো-

১) এ ফোনে থাকবে পেছনে ৪৮ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। থাকবে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

২) এই ফোনে থাকবে ৮জিবি RAM।

৩) এই ফোনে থাকবে Snapdragon 865 চিপসেট থাকবে।

৪) এই ফোনে সিঙ্গেল-কোর টেস্টে থাকছে ৪,২৭৬ স্কোর। মাল্টি-কোর টেস্টে থাকছে ১২,৫৪১ স্কোর।

৫) ডিসপ্লে থাকবে 120Hz QHD+।

৬) এই ফোনে থাকতে পারে ৪,০০০ mAh-এর ব্যাটারি।

৭) মনে করা হচ্ছে এই ফোনের দাম ৩৯,৯৯৯ টাকা।

By Abraham

Translate »