Advertisements

আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও মৃত্যুর একদিন পর আরও এক হাসপাতাল প্রধানের দেহে এ রোগের সংক্রমণ পাওয়া গেছে।

ওই চিকিৎসকের নাম ওয়াং পিং। তিনি উহানের ৮ নম্বর হাসপাতালের প্রধান। বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রের এই হাসপাতাল প্রধানকে শহরের জিনিনটান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উহানের ৮ নম্বর হাসপাতালের বরাত দিয়ে ডা. ওয়াংয়ের অসুস্থতার খবর প্রথম জানিয়েছিল বেইজিং নিউজ। খবরটি রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না নিউজেও এসেছিল।

উহানের ৮ নম্বর হাসপাতালের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে ডা. ওয়াং করোনভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং তাকে জিনিনটান হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

করোনাভাইরাস এখন পর্যন্ত সাতজন চিকিৎসকের প্রাণ নিয়েছে এবং চীনে ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী এ রোগে সংক্রমিত।

By Abraham

Translate »