Advertisements

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জীবিত অবস্থায় মুক্তি পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। বিকেল ৩টার দিকে পরিবারের ৫ সদস্য তার সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন।

এসময় তারা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেখানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোন সেলিমা ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, উঠে দাঁড়াতে পারছেন না। মানবিক কারণে তার জামিন দেয়া উচিত।

By Abraham

Translate »