Advertisements

করোনাভাইরাসে আতংকিত সারাবিশ্ব। স্থগিত করে হয়েছিল ইতালিয়ান সিরি’আ লিগ। এবার সে পথেই হাঁটলেন লা লিগা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দ্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) জরুরি সভায় লা লিগাসহ পেশাদার এবং অপেশাদার সকল ফুটবল দুই সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

ইতিমধ্যে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ২২৭৭ ছাড়িয়েছে। তার মধ্যে মারা গেছে ৫৫ জন।  তাই আগে থেকেই অনুমান করা হচ্ছিল এমন ঘোষণা আসতে যাচ্ছে।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের বার্সেলোনা ও নাপোলির ম্যাচটি দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। একইভাবে ভ্যালেন্সিয়া ও আটলান্টার মধ্যকার ম্যাচটিও হবে।

মাদ্রিদের সবগুলো স্কুল ২৫ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতালি ও স্পেনের মধ্যকার সকল ফ্লাইট একই সময় পর্যন্ত বাতিল করা হয়েছে।
এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সব ধরনের ফুটবল ১৪ দিনের জন্য স্থগিত করেছে।

By Abraham

Translate »