Advertisements

দেশে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নারী এবং বাকি তিনজন পুরুষ। একজন পূর্বে আক্রান্তদের পরিবারের সদস্য। বাকি তিনজন বিদেশ ফেরত। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪।

বুধবার (১৮ মার্চ) বিকেলে মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর দিয়েছে আইইডিসিআর। তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানানো হয়।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, শেষ ২৪ ঘণ্টায় ৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহজনক রয়েছেন ১৬ জন। সবমিলিয়ে আইইডিসিআর ৩৪১টি নমুনা নিয়েছে।হটলাইনে মোট কল এসেছে ৪ হাজার ৮৫৭টি।

By Abraham

Translate »