Advertisements

করোনাভাইরাসের সংক্রমণে দেশে প্রথম মৃত্যুর পর দুই মাস পার হওয়ার আগেই মৃতের সংখ্যা আড়াইশতে পৌঁছাল।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৭৭৩ টি নমুনা পরীক্ষা করে ৯৬৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৬০ জন।

আক্রান্তদের মধ্যে আরও ১১ জন গত এক দিনে মারা গেছেন। ফলে কোভিড-১৯ এ দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আরও ২৪৫ জন গত এক দিনে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

By Abraham

Translate »