Advertisements
করোনাভাইরাসের সংক্রমণে গত গত ৪৮ ঘণ্টায় কানাডায় আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। যার মধ্যে ৮ জনই মারা গেছেন টরন্টোতে। আজ শনিবার প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।

কানাডা ছাড়া বিশ্বের অন্য কোনো দেশে গত ৪৮ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৭ দেশে ৬৪৭ জন বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৭ জন, যুক্তরাজ্যে ২০০ জন, সৌদি আরবে ৮৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৫ জন, কুয়েতে ১৭ জন, ইতালিতে ৯ জন, কানাডায় ৯ জন, ফ্রান্স ৫ জন, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, সুইডেনে ২ জন, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

By Abraham

Translate »