Advertisements

ঘূর্ণিঝড় আম্পানের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে গতকাল বুধবার দুজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) একজন মাইকিং করে সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলার সময় নৌকাডুবিতে মারা যান। আর আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে পড়লে মারা যায় ৫ বছরের এক শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৬নং ইউনিট সিপিপির টিম লিডার শাহ আলম গতকাল সকালে স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নৌকায় করে মাইকিং করেন। ঝড়ো বাতাসে তাঁর নৌকাটি ডুবে যায়। তিনি নিখোঁজ হন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

গলাচিপা উপজেলার খরিদা গ্রামের রাশেদ (৫) গতকাল রাতে বাবা-মায়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রের পথে রওনা হয়। পথে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে সে মারা যায়।

By Abraham

Translate »