Advertisements

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ রোববার সকাল পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ২৭৪ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ জন।

দেশে এখন পর্যন্ত নিশ্চিত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯। এর মধ্যে ৫ হাজার ৬৬০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও আজ সেটা আবার কমেছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। আজ জানানো হলো ১৪ জনের মৃত্যুর তথ্য। এর আগে গত ১৭ মে ১৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৮৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ। গতকাল এই হার ছিল ১০ দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ২ জন। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে।

দেশে প্রথম করোনা সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় গত ১৮ মার্চ।

By Abraham

Leave a Reply

Translate »