Advertisements

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করোনা রোগী শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে।

এই সময়ে ১ হাজার ৭৩৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৯৯ জন। আর মৃত্যু হয়েছিল ১৬ জনের।

দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৫২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী।

দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

By Abraham

Translate »