Advertisements

ঘরবন্দী জীবন থেকে মুক্তি পেয়েই মুমিনুল হক ছুটে এসেছেন মাঠে। করোনাভাইরাসমুক্ত হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

কোভিড-১৯ পরীক্ষায় বৃহস্পতিবার রাতে মুমিনুল ফল পান নেগেটিভ। শুক্রবার মাঠে এসে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ইনডোরের বাইরের নেটে ব্যাট করেছেন আধ ঘণ্টার বেশি সময়।

গত ১০ নভেম্বর কোভিড পজিটিভ হয়েছিলেন মুমিনুল। এরপর নিজের বাসায়ই ছিলেন আইসোলেশনে। মুক্ত হয়ে এখন তিনি শুরু করলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রস্তুতি। এই আসরে গাজী গ্রুপ চট্টগ্রাম দলে ঠাঁই পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট।

এর আগে গত মঙ্গলবার কোভিড থেকে সেরে উঠেছেন আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ। তিনিও অনুশীলন শুরু করেছেন পরদিন থেকেই।

By Abraham

Leave a Reply

Translate »