ক্রিকেট প্রেমীদের কাছে ক্রিস গেইল নামটা বেশ বিনোদনের। মাঠ কিংবা মাঠের বাইরে – যেকোনো জায়গা থেকেই ভক্তদের বিনোদন দিতে কিপটেমি করেন না ক্যারিবীয় তারকা। এবার যেমন কোয়ারেন্টিনে থেকেই ভক্তদের বিনোদন দিলেন তিনি। কোয়ারিন্টনের শেষ দিন মাইকেল জ্যাকসনের নাচ অনুকরণ করে দেখালেন ‘ইউনিভার্স বস’।
বর্তমানে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে ভারতে আছেন গেইল। সেখানে পৌঁছে প্রথম সাতদিন থেকেছেন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন পর্ব শেষ হতেই ক্রিস গেইল স্মরণ করলেন কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে।
Quarantine da khatam khel, bahar aa gaye tuhadde favourite – Chris Gayle 🕺🥰#IPL2021 #SaddaPunjab #PunjabKings @henrygayle pic.twitter.com/rrDHPZ3lvQ
— Punjab Kings (@PunjabKingsIPL) April 7, 2021
হোটেলের রুমে ব্লকবাস্টার গান ‘স্মুথ ক্রিমিনাল’ বাজিয়ে একেবারে মাইকেল জ্যাকসনের মতো নাচলেন গেইল। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে গেইলের দল পাঞ্জাব। ক্যাপশনে লিখেছে, ‘কোয়ারেন্টাইনের দিন শেষ। বাইরে বেরিয়েছেন আপনাদের প্রিয় ক্রিস গেইল। ‘
নাচের ভিডিওটি ছাড়াও ক্যারিবিয়ান তারকা হোটেল থেকে বেরোচ্ছেন এমন একটি ছবিও পোস্ট করেছে পাঞ্জাব। ওই ছবির ক্যাপশনে লেখা, ‘আমিই তো সারা বিশ্বের বস।’
গত আসরের প্রথম দিকে গেইলকে মাঠে নামায়নি পাঞ্জাব। তবে শেষ আটটি ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ৪১.১৪ গড়ে সংগ্রহ করেন ২৮৮ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৭.১৪।